ধীশক্তির সল্পাবয়র হয়,
সকল অবলা আত্মজার।
তাহারও অভেদ্যতা হলো,
আমারও ঠান(ভর্তা,মাদী)।
অস্তিকে করিবে মর্তভূমি,
মানসিক ধাত এই তাঁর।
ধীশক্তি নাই যে তাঁর,
সে সর্জন, আমার মাদী।
হ্যাঁ সে, খ্যাপা টুনক অপ্রকৃতস্থ,
সে, জ্ঞানে সল্পাবয়রে অত্যাসক্ত।
সে চন্দ্রাহতের ঘরের চন্দ্রাহত,
সে ধেত ও ভগ ভবগত চন্দ্রাহত।
- কবি:- গুফরান আহমদ চৌধুরী স্যার