সম্পদ মানবের জন্য
কিন্তু ইচ্ছা আত্মার জন্য!!!
এ জগতে হায়! নাহি কোন অপারগতা,
যদি থাকে ভাই ইচ্ছার মতো এক আত্মশক্তি।
মহৎ কিছু অর্জনের ইচ্ছা
এনে দিতে পারে পৃথিবীর স্বর্ণমহর।।
কাহিনী নামান্তর ইতিহাস থেকে পাই,
ইচ্ছা শক্তি যে করেছে মানুষ শ্রেষ্ঠ।
জগতের বড় বড় মনীষী যাদের চিরচেনা!
হয়েছেন তাঁরা বিখ্যাত ; কিন্তু পশ্চাতে যে রয়েছে তাহাদের
আত্মার শক্তি, ইচ্ছা শক্তি।
জীবনের প্রতিটি মুহূর্ত এ কবির কাছে এক অগ্নিশিখা!
কিন্তু; কিভাবে যে আমি পাড়ি দিয়ে সেই বর্ণালি সফলতার প্রবেশদ্বার খুলব???
হ্যা, আমি ঠিক পারব, কারণ আমার কাছর আছে
স্রষ্টার দেয়া উপহার ইচ্ছাশক্তি আর কৃপাণের মত বাধ ভাংগা অস্ত্র।