এ ক্ষণিকের জীবনে অল্পক্ষণে দেখেছিনু আমি
সদা হাসোজ্জল সাদামনের মানুষ হায়,
তিনি যে মোর পিতৃ ন‍্যায় প্রিয় চাচা।

চাচা, তিনি যে ছিলেন মোর পিতার ভাই
চাচা, তিনি যে ছিলেন সহজ-সরল।
চাচা, তিনি যে ছিলেন জ্ঞানী ব‍্যক্তি।
তিনি যে মোর পিতৃ ন‍্যায় প্রিয় চাচা।

মোর এই ক্ষণিকের জীবনস্রোতে দেখিনি যে
কোন দিন ভাই ভাই হায় হযবরল অবস্থার প্রদীপ।
তিনি যে ছিলেন ভাইয়ের প্রতি খুবই শ্রদ্ধাশীল।
তিনি যে মোর পিতৃ ন‍্যায় প্রিয় চাচা।

লিখব আর কি???
আমি যে তাহার ভ্রাতষ্পুত্র হে
চাচার সহিত সংঙ্গ যে পাওয়ার সময় পেলুম না।
কারন, ২০২০ সালে যে তিনি অক্কা পেলেন হায়!
তিনি যে চলে গেলেন অগস্ত যাত্রার যাত্রী হয়ে।
তিনি যে মোর পিতৃ ন‍্যায় প্রিয় চাচা।
চাচা, তিনি যে ছিলেন মোর পিতার আদরের একমাত্র ছোট ভাই।
চাচা, দেখনি কোন দিন ভাইয়ে ভাইয়ে হচ্ছে বেধ।
চাচা, তিনি যে মোর পিতার আদরের ছোট ভাই।

হায়!!!
অবশেষে, মোর পিতার আদরের ভাই চলে গেলেন চিরন্তন সত্য চিরজীবনের দেশে।
তাহারই চলে যাওয়ার পর মোর পিতাও যে চলে গেলেন ভাই।

চাচা, তিনি যে মোর পিতার আদরের ছোট ভাই।


বিষয়বস্তু :- এই জীবন চিরন্তন নয়। বিশাল সমুদ্রে একটি আংগুল প্রবেশ করালে যতটুকু পানি হাতের
আংগুলে লেগে থাকে। এইটুকু হচ্ছে এই ক্ষণিকের ধরনী। আর বিশাল সমুদ্র হল পরকাল যা শেষ হবে না কিন্তু শুরু আছে।

স্মরণে:-আমার একমাত্র চাচা,
মরহুম মুহাম্মদ গিয়াসউদ্দীন চৌধুরী
(সাবেক এম.ডি সরকারি কর্মকর্তা,বিটিভি এবং টি এন্ড টি, সিলেট, বাংলাদেশ, সাবেক সেক্রেটারি জেনারেল,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট, সাবেক নেতা বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ, সিলেট)