আমি জানি এ পড়ন্ত বিকেল
আমার জন্যই।
কিন্তু না; চিরকালের জন্য নয়।
হয়ত কোন একদিন চলে যাব
কোথায়???
যেথায় নাহি কোন আলো,নাহি কোন প্রিয়জন
সেথা রহিব কেমনে,ভাবি নিরালায়।
সস্তাল যেমন নদীতে চলে; থাকেতারি তরী
আমার ও যেন সেই চিরকালের চলার কান্ডারী
আমারি নবিজী প্রাণের চেয়ে দামি যাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি আমারি নূর নবিজী হজরত মুহাম্মদ (স.)।

এদিন ক্ষণে মনে হচ্ছে যেন সময় যে আমার দিনাদিন যাচ্ছে চলে।
যেমনটি হয় সস্তালের নদীবেয়ে চলা!
আমিএকলা রহিব কি করে
সেই কবর নামক চিরকালের দিনের প্রথম ধাপটিতে।

ভাবাংশের শেষে ইহাই যেন মনে হয়,
ভয় না আমি মুমিন ভয় নাই।
আমার রব আল্লাহর নজর ও করমে
আমারি রাসুল প্রাণের চেয়ে দামি রাসুল হবেনি মোর কান্ডারী সেই চিরদিনের পথের পাথেয়।
তাইত আমার রবের উপর ; আমার পেয়ারা নবিজীর উপর মোর এত এত ভালোবাসা;মহব্বত।