কবিতার ক্ষেত্রে ছন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছন্দ ৩টি প্রধান উপাদান সমন্বয়ে গঠিত। ছন্দের উপাদানগুলো হলো:- লয়, পর্ব,তাল। এখানের লয় হলো গতি, পর্ব হলো ধাপ, আর তাল হলো যা শব্দ বা বর্ণের উচ্চারণের গতি ও আছড়ের ভিত্তিতে সৃষ্টি হয়। ছন্দকে আবার তিনটি প্রকারে ভাগ করা হয়েছে, যথা:- স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষর বৃত্ত ছন্দ। এদের ব্যাখ্যা ছোট্ট আকারে দেওয়া হলো:-
স্বরবৃত্ত ছন্দ:- এটির লয় দ্রুত হয় এবং এটি চার পর্বের মাত্রা হয়।
মাত্রাবৃত্ত ছন্দ:- এটির লয় মধ্যম হয় এবং ছয় পর্বের মাত্রা হয়।
অক্ষরবৃত্ত ছন্দ:- এটির লয় ধীর হয় এবং আট/ছয় পর্বের মাত্রা হয়। অর্থাৎ কখনো কখনো আট পর্বমাত্রার পরিবর্তে ছয় পর্বের মাত্রা দিয়েও অক্ষরবৃত্ত ছন্দের ব্যবহার হতে পারে।