শিক্ষক প্রিয় শিক্ষক ছিলেন যে মোর
তিনি যে ছিলেন ভালোবাসার মানুষের মধ্যে একজন মোর।
তিনি কে? তিনি কে?
তিনি যে মোর শ্রদ্ধেয় গুরু
তিনি যে মোর ছোট্ট বেলার জ্ঞানের প্রদীপ
তিনি যে ছিলেন মোর বন্ধুর ন্যায় অন্যতম।
হায়! তিনি যে ছিলেন দেশের যোগ্য সন্তান গঠনের কারিগর।
তিনি কে? তিনি কে?
তিনি যে ছিলেন মোর জ্ঞানের আলোকবর্তিকা।
ফুলের ন্যায় সুভাশিত ছিল তার ছায়া
বজ্রপাতের ন্যায় অন্যায়ের বিরুদ্ধে খড়গের মত ছিল তার পদচলন।
তিনি যে ছিলেন মোর প্রিয় শিক্ষক।
জানো কি ভাইও জ্ঞানঅর্জন কি???
হ্যা, তা ত মোর প্রিয় শিক্ষককে প্রদর্শন করলে যেত বুঝা।
জান, শিক্ষক কি জিনিস?
হুম, শিক্ষক ত বাপের ন্যায়।
শিক্ষক ত জাতি গঠনের কারিগর।
শিক্ষক ত মানুষের স্রষ্টাকে চিনার পথ প্রদর্শক।
তিনি যে ছিলেন মোর প্রিয় শিক্ষক।
ছোট্ট বেলায় যখন যেতাম পাঠশালাতে
নিতেন যে কোলে করে সন্তানের ন্যায় ভেবে।
হায়!!! এমন শিক্ষক কি আর পাব?
সেই দিনের কথা মনে পড়ে যায়,
সেই দিন ;যে দিন মোর প্রিয় শিক্ষক গেলেন চলে
শুভ আগত দিনের তরে নতুন জীবনের প্রত্যয়ে
এত দিনে যে দেখিনু তাহাকে
অতঃপর শুনি তাহার অগস্ত যাত্রার কথা।
যাহা শুনে হয়ে যাই নিরব ব্যকুল।
পরপারে তুমি থেক ভালো রবের কৃপায়
ওই চিরশান্তিময় জান্নাতে।
এই মোর প্রার্থনা বিদায়ের, হে মোর প্রিয় শিক্ষক।
__________________********_________________
মর্মবাণীঃ শিক্ষক সদা শ্রদ্ধেয়, তুলনাহীন ভালোবাসার মানব। কিন্তু একজন শিক্ষক যদি হয়ে থাকেন সব বিষয়ে পারদর্শী ; তবে তিনি দেশ ও দশের জন্য সম্পদ। এখানে আমার প্রিয় শিক্ষক কে নিয়ে কিছু কথা বর্ণিত; যার ভালোবাসা আর স্নেহে ছোট থেকে শিক্ত এ বালক। আমার প্রিয় শিক্ষক যিনি যেমন ছিলেন একজন আলেম, ক্বারী, মাওলানা তেমনি দেশের শিক্ষা অর্জনের সমাপ্তি ও অর্জন করেছিলেন সফলভাবে। কিন্তু বিধাতার ডাকে সাড়া দিয়ে হঠাৎ চলে যান মহান রবের দিকে যেথা চিরজীবন। গত ৯ জুন, ২০২২ সবাইকে কাদিয়ে এ কীর্তিমান মানুষ চলে যান। আমি তাহার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করি।
স্মরণে:-
আমার প্রিয় শিক্ষক
মরহুম মুহাম্মদ আব্দুল আজিজ চৌধুরী রাহিন
এম.এ(কামিল), বি.এ(ফাযিল), এম.এস এস, বি.এস এস(অর্থনীতি) মুরারিচাদঁ কলেজ, এল.এলবি (এন.উ)।
(সাবেক ম্যানাজার এডমিন, এসপিগার্মেন্টস ও ওয়াশিং লিঃ,ঢাকা, সাবেক সিনিয়র ভাইস প্রিন্সিপাল, নিউ ন্যাশন স্কুল এন্ড কলেজ, সিলেট, বাংলাদেশ)