এদেশ আমার
এদেশ তুমার
এদেশ আমাদের।
রক্ত দিয়ে কিনেছি এদেশ
নয়কো তা শুধু মুখের সুধা দিয়ে।

এ দেশ কবে স্বাধীন ছিল?
আটারশো তে ছিলাম পরাধীন
বিনদেশীদের হাতে।
পরাধীনতার গ্লানি নিয়ে
বিভক্তটাই ঘটে।

এ দেশ কবে স্বাধীন ছিল?
বায়ান্নো-এর পাক আমলে যখন ওরা মোদের ভাষা কাইড়া নিতে চায়
তখন মোদের রফিক, সালাম রক্ত দিয়ে কিনলো;এদেশ ভাষাসহ রয়।

এদেশ কবে স্বাধীন ছিল?
বায়াত্তোর-এর
পাকরা ছিল রাক্ষসে দানব
চেয়েছিল দেশটাকে লুটে নিতে
বাঙালির দামাল ছেলেরা গর্জে ছিল
ঝাপিয়ে পড়েছিল মুক্তির সংগ্রামে।
সেটাই মুক্তিযুদ্ধ!

এদেশ কবে স্বাধীন ছিল?
বিংশ শতাব্দীতে এসে,
মোরা ছাত্রসমাজ দেখি হায়,
এদেশ তো দিচ্ছে বিকে,
পাচ্ছিনা অধিকার,পাচ্ছিনা সংস্থান।
দিল একটি মার্চের ডাক।
ওহে মোরা রাজাকার! মোরা রাজাকার।

স্বৈরাচারীর ঘাতক বাহিনী কেড়ে নিল তাজা প্রাণ
বুলেটের মুখে রঞ্জিত হলো আবু সাঈদ, মুগ্ধদের মতো
অগণিত প্রাণ!

এ কি স্বাধীন দেশ?!!!
না! না! না!

যে দেশে নেই আমাদের মূল্য,
যে দেশে নেই শিক্ষকদের মূল্য,
যে দেশে আদর্শের নেই কোন মূল্য
এদেশ স্বাধীন নয়
এদেশ মোদের নয়।
এদেশ শুধু গোটা কয়েক স্বার্থবাদীদের।

আমার দেশ তুমার দেশ,
বাংলাদেশ বাংলাদেশ
স্বাধীন চাই স্বাধীন চাই
সোনার বাংলা স্বাধীন চাই!