বাবা তুমি ছিলে মোর প্রেরণা,
বাবা তুমি ছিলে মোর চলার প্রেরণা
বাবা তুমি ছিলে আমার হ্রদয়ের সামনে এগিয়ে সফলতার প্রান্ত ছুয়ে জয়ী হওয়ার পথিক।
বাবা তুমি আজ নাই,
বাবা তুমি ছাড়া এই ধরণী যেন এ ছেলের জন্য
হয়ে গেছে বিমূর্ষ আলোহীন ; এক নির্গম প্রান্তর।
বাবা তুমাকে হারিয়ে হয়ে গেলাম বাবাহীন এতিম
বাবা তুমাকে একবার না দেখলে এ ছোট্ট ছেলেটি যেন আকুল হয়ে ব‍্যকুল হয়ে যেত।
আজ; এই সন্তান তুমাকে বড্ড অনুভব করে।
তুমি ছিলে যখন, তখন এই ভূবনের শিক্ষা অর্জন ছিল এক ইস্তাপাতের মত ইচ্ছাশক্তি; শুধু তুমার পবিত্র মুখের সোনালি হাসি দেখার প্রত‍‍্যয়ে।
বাবা তুমি ছিলে মোর প্রেরণা
আমি তুমার মত বাবা আর পাব না জানি।
কিন্তু লেখার মধ্য দিয়ে আমি খুজি তুমায়।
বাবা তুমি স্রষ্টার ডাকে সাড়া দিয়ে চলে গেলে অপারে,
যেথা চিরজীবন।
বাবা তুমার জন্য রইল আমার রবের কাছে হাজার হাজার লক্ষ‍ লক্ষ‍ প্রার্থনা।
বাবা, তুমি অপারে আমার রবের কৃপায় ভালো থেক
আমার নবিজীর শাফায়াতে আমার রবের দয়ায় তুমি ধন‍্য হও আখিরাতে।

অবশেষে, সেই চিরদিনের জীবনে আশাকরি মোর রবের দয়ায় থাকবে জান্নাতে ইনশাআল্লাহ।।।
বাবা, তুমি ভালো থেক,
তুমাকে হারিয়ে হলাম আজ বাবাহীন এক ছেলে।
যার নাই কোন সম্ভল আল্লাহ ছাড়া।
বাবা তুমাকে হারিয়ে আজ আমি হলাম বাবাহীন ; বিশ্বনবীজির এতিম উম্মত।

স্মরণে:- আমার বাবা মুহাম্মদ সফিক মিয়া (রহ.)
(সাবেক সিনিয়র সরকারী কর্মকর্তা, প্রশাসন বিভাগ, বিটিভি, ঢাকা, সিলেট, বাংলাদেশ, সন:- আনু ১৯৮৭-২০২১)