বংশ গুনে যায় কি চেনা
অমানুষের মুখ,
কর্মে দেখি স্পষ্ট তার
অহংকারে বুক।
ভালো’র মাঝে খারাপ খোঁজে
শুদ্ধ তাতে পাপ;
বিকট হাসি হাসছে মুখে
মূর্খতার ছাপ।
শিক্ষা মাঝে দীক্ষা দিয়ে ভয়ংকরে পিষে,
ভদ্র তাকে পিষ্ট তলে অট্টহাসি হাসে;
ক্ষমতা পায় হাতিয়ে নেয় অক্ষমতা চুষে ;-
সমাজ ব্যাধি ছাড়ছে নাকো চতুর্দিকে ভাসে।