পল্লী বঁধু ধান ভানে রে
ঢেঁকিতে পাড় দিয়া,
ঢেঁকি নাচে বঁধু নাচে
পান-সুপারি নিয়া।
ঢেঁকির পাড়ে পল্লি বঁধু
পল্লীগীতি গায়,
পায়ের তালে বঁধু নাচে
দিয়ে নূপুর পায়।
ধান ভানেরে চাল ভানেরে
পিঠা খাওয়ার ধুম,
রাত্রি জেগে স্বপ্ন মনে-
নেইকো চোখে ঘুম।
শীতের রাতে ঢেঁকির পাড়ে
মুখরিত রাত,
সব বাড়িতে শীতের পিঠা
গন্ধে ভুলি পথ।
সকাল হলে বঁধু কাজে-
ব্যস্ত সময় গুলি,
খোকা নাচে আনন্দেতে
নিয়া পিঠা পুলি।