ত্রিশ বছর পথ আপন,পথে পথিক শত,
পথ দেখানো পথিক নাতো?প্রশ্ন আছে যতো।
যে পথ ধরে জেতে ছিলাম হাড়িয়ে দিলো পথ,
নতুন করে আবার চলি ধরে আশার সাথ।
এলো রাত্রি,যতো যাত্রী গেলো আপন নীড়ে,
আমি রুদ্ধ চলা শুদ্ধ চলি আশার ঘোরে।
গহীন রাতে,গগন কোনে গর্জে ওঠে কালো।
বিজলী হেসে নিকটে এসে পথে সঙ্গী হলো।
দক্ষিণ হতে হঠাৎ করে আসলো বুঝি তেড়ে,
নামল ঝড় ভাঙলো সব দানব সাজ ধরে।
স্তব্ধ পায়ে ক্লান্ত গায়ে আঁকড়ে থাকি গাছ,
ভাঙলো যত শাখা-প্রশাখা,দাঁড়িয়ে দ্রুম রাজ।
নতুন সাথে গোপন পথে ঘন অন্ধকারে,
সবুজ ঘাসে,নদীর বাঁকে,সপ্ন সারি ধরে।
চলার পথে এগিয়ে এসে,জোনাকি গুলি পাশে,
জোনাকি আলো সঙ্গী হলো আমায় ভালোবেসে।
কান্না চোখে ডাকি তোমায় তুমি জগত পিতা,
ত্রিশ বছর ডাকিনী তবু, আমার ক্ষমা ধাতা।
উঠবে ঊষা আধার ঠেলে জেগে পুনর্বার,
জরিয়ে বুকে ভালোবাসায় ভাসবে সে আবার।
থামলো ঝড় হাসল রবি কিরণ আশা বাণী,
এ অবেলায়!ডাকি তোমায়, দ্বার খোলো ধরণী।