মনে পরে দিন।
সেই মধু ক্ষণ,স্বপ্ন রঙিন আশা ভরা বুক,
সবুজে সে আঁকা সযত্নে রাখা প্রিয় সেই মুখ!
বুকে আছে গাঁথা।
তোমার ও কথা,সে চঞ্চলতা কি দারুণ হাসি,
শুধু চেয়ে থাকা মুগ্ধতা দেখা নব রূপে শশী।

মনে পরে তাকে।
ঐ মেঠো পথে,পায়ে হেটে সাথে মেপে-মেপে চলা,
কতো শত কথা মুখ পানে দেখা কিছু সাথে বলা,
মনে পরে রোজ।
সেই মধু সাঁঝ,ফেলে সব কাজ সে প্রথম ছোঁয়া,
হাতে বেধে হাত এলো হেসে রাত কি মধুর মায়া।

মনে পরে দেবী।
তব মুখ ছবি, বন্দনা ভাবি ফিরে দেখা পাই,
তার পথ পানে নূপুরের গানে এলে বুঝি ওই।
মনে পরে ফেরা।
ফিরে ফিরে দেখা,শুধু চেয়ে থাকা পথে যে আধার,
চোখ বুজে যায় পথ সে হারায় দেখি যে আবার।