মেঘ মেদুর শ্রাবণ এসেছে এ গ্রামে,
প্রিয় ঠিকানা বর্ষায় ব্যাকুলতা পায়
সেই মৃত্তিকা রঞ্জিত চেনা আঙিনায়;
অবাধ প্রাণ জোয়ার শ্রাবণের প্রেমে;
মিশে আছে প্রিয়তমা হৃদয়ের খামে;
উঠানে পায়ের ছাপ এঁকে দিয়ে যায়,
স্যাঁতসেঁতে গৃহকোণে মন ফিরে চায়;-
বৃষ্টির আনন্দ হয়ে আঙিনায় নামে।
এমন মৃদুল দিনে খুঁজে ফেরে তাকে;
বাগিচা র জল নামে বেদনার সাথে,
আনন্দের ঘন মেঘ যন্ত্রণায় ভাসে,
গর্জনের ব্যথা নামে আজীবন বুকে।
খুঁজে ফেরে ব্যাকুলতা বিজলীর পথে।
অন্য আঙিনায় প্রিয়া বৃষ্টি ভালোবেসে?