একদিন ঠিকই পৌঁছে যাব
তোমাদের কাটা নদীর দেশে!
পাসপোর্ট, ভিসা না পাওয়ায়,
কোন গার্ডের উপস্থিতি না মেনে ই
কেওড়া গাছের সীমানা পার হয়ে
ঠিক পৌঁছে যাবো—
প্রিয়তমা,তোমার সাজানো রাজ্যে।
মানুষ কিংবা খুনিকে চেনার জন্য
চেকপোস্ট সাজানো চোখ গুলোও
এড়িয়ে পৌঁছে যাবো হয়তো।
কেউ আমাকে চেনার চেষ্টা করুক বা না করুক,
তোমার পায়ের স্পর্শ মাখা মেঠো পথ,
দু ধারের গাছ, কাঁদা মাটি
কতো সহজেই জড়িয়ে নিবে আমাকে।
যদি একবার—একবার দেখা হয়ে যায়,
শুধু দেখে যাবো—দেখেই যাবো।
থাকবে না কোন অভিযোগ ,
শোনাবো না শত জমা প্রেমের উপনিষদ্‌ কিংবা
ভিড় করা কাব্যিক যন্ত্রণা ।
তোমার বিরক্ত যদি চলে যেতে বলে
হয়তো বা রিফিউজি হয়ে থাকার
মিনতি করবো ভাঙ্গা শব্দে।
প্রিয়তমা শুধু আর একটি বার
আমার সমুদ্রজয়ী চোখ,
খুঁজে ফেরে, তোমার পানে
হ্যাঁ একবার, একটি বার বড্ড দেখার ইচ্ছে ,
সেই রক্তচক্ষু!পা ছাড়িয়ে তোমার চলে যাওয়া!!