কাঠবিড়ালির মিষ্টি ছানা
থাকতো মায়ের পাশে,
বুকে গাঁথা নানান কথা
বলতো ভালোবেসে।
মাগো তুমি আমার জন্য
গড়লে দারুণ বাসা,
লোকালয়ের আড়াল থাকি
বাসা আমার খাসা।
ওই বাড়িতে বাতাবি গাছ,
পেয়ারা গাছ কতো,
তোমার জন্য আনবো পেরে
নাচবো তোমার মতো।
আমি এখন অনেক বড়ো
তা কি তুমি দেখো,
তোমার পায়ে ব্যথা ভীষণ
তুমি বাসায় থাকো।
চললাম আমি মনের সুখে
পেয়ারা গাছ দেখে,
পারলাম কতো,আনন্দিত
ধরলো যতো মুখে।
চমকে উঠি,বদ শিকারী,
পড়লাম নাকি চোখে?
ঢিল ছুড়ো না আর খাবো না
যাবো মায়ের কাছে।