কার্তিকের ওই শীষে দুলে
শীতল বুকে জড়িয়ে ধরে
শিশির ভেজা প্রভাত মেলে
নামলে তুমি কৃষক ঘরে।
কৃষক সময় ব্যস্ত কাজে
সোনালী ধানে কৃষাণী হাসে
গোলাঘর ওই পূর্ণ সাজে
পাকা ধানের পিঠার দেশে।
কামিনী,কাঞ্চন পাখা মেলে
শিউলি,অশোক সাথে নিয়ে
গন্ধরাজ তার সুর তুলে
নেমে এলো বকফুল গায়ে।
খেজুর রসের গন্ধ প্রাণে,
স্পষ্ট পায় শিশিরের ঘ্রাণে।
পিঠা-পায়েস আনন্দ মনে,
মুখরিত নবান্নের গানে।
কুয়াশার সাজে আগমনী,
আলোর উৎসবে দীপালী।
শীত গরমে প্রিয় ধরণী,
নব রূপের হেমন্ত রানী।