বাল্য এখন হারানো সুর
স্বপ্নের মাঝে খোঁজা,
বাল্য তখন ধুলো মাখা
আমি ছিলাম রাজা।
বাল্য তখন এক বাহানা
দিতাম কথায় ফাঁকি,
মায়ের কাছে আঁচল ধরে
মুখ লুকিয়ে থাকি।
সকাল থেকে করি খেলা
দিন-রাত কতো মজা,
সন্ধ্যা বেলা কান টি মলা
খেতাম মায়ের সাজা।
বাল্য ছিলাম বাবার বাবা
আমি নাকি বড়ো,
সবাই শুনবে!আমার কথা
হতাম আমি বুড়ো।
খেলার ছলে পানের কৌটা
দাদী র আড়াল রাখা,
চশমা গুঁজে দাদুর চোখে
আমি ডাক্তার কাকা।
বাল্য এখন, দাদী র কথা,
দাদুর সৃতি, কাঁদি।
বাবা তারায়?নিত্য কাঁদায়,
তারার ভীরে খুঁজি।