ধান্য বুঝি প্রধান শস্য
প্রাচীন কালই থেকে,
চীন-জাপানের পৃষ্ঠপোষক
হাজার দশক আগে
পুব-এশিয়া চাষাবাদ হয়
বারো মাসই ধরে,
উষ্ণ বায়ু উত্তম বুঝি-
ফলবে প্রান্তর ভরে।
বাংলার শস্য ঋতু এলে
রোপণ করে চাষা,
আউশ- আমন- বোরো ধান্য
চাষার সকল আশা।
আউশ শুরু দ্বাদশ মাসে
আষাঢ় হলে তোলে,
আমন বুঝি বর্ষায় শুরু
তাই আগুনী বলে।
আমন বাংলায় বেশ উৎপাদন
বিশ্বের শীর্ষে থাকে,
বৈশাখ-জৈষ্ঠে বোনা শুরু
অঘ্রান-পৌষে কাটে।
বোরো ধান্য সেচে নির্ভর
শুরু শীতের মাসে
বৈশাখ মাসে কৃষক হাঁসে
সোনা বাড়ি আসে।