বয়সের তারুণ্য বেলায়—
সাহারার সে হৃদয়
কিছু পাওয়ার,কিছু খোঁজার, প্রবল ইচ্ছে জাগায়!
মহামতি কলম্বাসের অনুপ্রেরণায়,
আমিও কোন শরত মাখা দীপ খুঁজতে বেড়িয়েছিলাম সেথায়!
আহ! আমার কল্পনার সেই দীপটি ছিলো ছিমছাম,
মমতায় জড়ানো তার বুক,সবুজে পূর্ণ তার হৃদয়;
পরিপূর্ণ নির্জনতায়।
দুইটা সুখ পাখি বাসা সাজানোর করেছে আয়োজন?
বাসাটা এক আকর্ষিণী! জেনো ফুলসজ্জার মতন?
কি অপূর্ব—চোখ সরানো হলো দায়!
মনোমুগ্ধকর দুইটা কাশফুল দীপ টাকে করেছে আরও সৌন্দর্যময়?
প্রেমময় বৃক্ষ সারা দিয়েছিল ---একটি ফুটফুটে ফুলের আশায়?
আগত ফুলকে নিয়ে,সহস্র কোটি বছর থাকতে চেয়েছিলাম-তার ঘাসের আঁচলে।
আপাতত সময়ের নৌকায় অচেনা ছিদ্র! লোনা জলের বিশাল আয়োজন!
চিরচেনা সাগরের বুকে তীব্র কালো ঝড়?
অনুসন্ধান খুঁজে নেয় টাইটানিকের ঘুমন্ত স্থান!