তোমার জন্য আমার ডাইরি এখনো রয়েছে খালি,
তোমার জন্য শূন্য হয়নি আমার কলম কালি।
তোমার জন্য গভীর আঁধার ভোলেনি জীবন ধারা,
তোমার জন্য আধার ফাঁসছে, হাঁসি পাঠিয়েছে তাঁরা।
তোমার আসায়,বন্ধুর সাথে আড্ডা দিইনি আজ;
তোমার আসায়,দশ দিক খুঁজে অভিমানে দেখি রোজ।
তোমার আসায়,ধুলি মাখা জামা তাড়াহুড়া পড়েছি;
তোমার আসায়,দারুণ ব্যস্ত চটি পড়তে ভুলেছি।
আসবে কখন ভাবতে-ভাবতে চাঁদ পাঠিয়েছে রাত!
আসবে কখন বুঝতে-বুঝতে শুকিয়ে গেছে গোলাপ?
আসবে কখন খুঁজতে-খুঁজতে আশাহত হয়ে আছি;
আসবে কখন গুনতে-গুনতে থেমেছে সময়-ঘড়ি।
তুমি আসলে না,প্রশ্ন করি'না ভালো থেকো সুখ নীড়ে!
তুমি আসলে না,স্বপ্ন দেখি'না ছেড়েছি মেঘের ভীরে।
তুমি আসলে না,কান্না করি'না বৃষ্টি আসলে ভিজি,
তুমি আসলে না,বন্যা ভালো'না ভাসাতে চাইছে পাঁজি।
জানি আসবে না,বুঝতে পেড়েছি হারিয়েছো চেনা পথ,
আসতে চাওনা, দৃষ্টি পেয়েছ?চেয়েছো দেখার স্বাদ।
একবার দেখো, আমার ডাইরি কলমের আলো হারা,
দেখতে চাও না?বুঝে-ও বুঝি'না,আমিতো হতচ্ছাড়া।