আমি আজও বেঁচে আছি!
নিজের সাথে গল্প করি!
দারুণ ভাবে সৃতি বাঁধি!
কষ্ট চেপে মুখে হাসি!
কেমন করে অবাক লাগে!
সুখের তরে ভিন্ন বুকে?
আশার ঝুলি গোপন রেখে,
স্বপ্ন গুঁজি কোন আকাশে?
এই কাটার পথে নিত্য খুঁজি!
কি দারুণ ভাবে বেঁচে হাঁটি!

আমি এখন বেঁচে আছি!
প্রভাত মেলে তোমায় খুঁজি!
জানলা মেলে দুচোখ মুছি!
দরজা খুলে মানুষ দেখি!
কেমন করে অবাক লাগে!
কোন জানালায় রোদ মাখে?
চেনা আলো কোন হেমন্তে?
হাসছে সেতো মহা সুখে!
এই কাঁপা স্বরে রোজই ডাকি!
ঐ অস্ত রোদে বেচেই ফিরি!

আমি বোধহয় বেঁচে আছি !
রাতের কালোয় ভাসবো বুঝি!
লোনা জলে একলা ভিজি!
ভেঙ্গে জুড়ে কোনে ভাসি!
কেমন করে অবাক লাগে!
কোন উঠানে জোছনা ঠোঁটে!
কার বুকেতে ঊষা হাসে?
কোন আকাশে তারা ভাসে!
এই গভীর রাতে কুহক শুনি!
হ্যাঁ,ভীষণ ভাবে বেঁচে আছি!

আমি কেমন বেঁচে আছি !
তার যাওয়াতে বেশতো বাঁচি!
এক শীতের অতিথি পাখি!
বসন্তে সে ফিরলো নাকি?
কেমন করে অবাক লাগে!
আঁখি মেলে কোন সে পানে?
মানুষ সেতো ভালোবাসে!
কেমন করে সেও বাসে?
তার ভালোতে আজ বাসব বাসি!
তার সুখেতে রোজ বাঁচব বাঁচি!


কেমন করে অবাক লাগে!
হঠাৎ করে বজ্র এসে,
ভাঙ্গা বৃক্ষে করুন হাসে!
ঢলে পড়ে মাটির বুকে!
মানুষ ভুলে ঠিক ভালোবাসে?
অবাক করে সে ভালোবাসে?