ঝরা পাতার হলুদ খামে শীতের চিঠি নামে,
উত্তরে তে মৃদু কুয়াশা তাহার আগমনে!
হলদে মাঠে সরষে ফুলে ভাসিয়ে দিলে ডাক,
জড়িয়ে পায়ে শিশির যেন জল জলে হীরক!
কুয়াশা মাখা সবুজ পথে সুর তোলে নূপুর,
মেলিয়া চুলে ডাকিয়া আনে সোনা ঝড়া দুপুর।
তোমার সুরে গোলাপ,বেলী মুখ করেছে ভার,
ডালিয়া,গাঁদা গাঁও ছাড়িয়া গিয়েছে নাইয়র।
মহুয়া গাছে পাপিয়া নাচে আগমনে তোমার,
সবুজ শীষে তাহার চলা অপরূপ বাহার।
কাঁচা রোদের চাদর দিয়ে জড়িয়ে রাখি কাছে,
কেমন করে আগলে রাখি?মধুমাস ডাকিছে!
এক শীতের অতিথি পাখি এসেছে বাংলায়,
বসন্তে সে ফিরিয়া গেল সময় নিরুপায় !
অবাক করে মেলিয়া পাখা উড়াল দিলো দূরে,
সুরেলা দ্বীপে নীরব করে ছাড়িয়া গেল মোরে!
এবার শীতে দূরের দ্বীপে আবাসন তাহার,
অসুখ রোদে,কাহার ক্ষেতে?করিতেছে আহার!
বুঝেছি তুমি এই বার্তা শুনিবে নাকো আর!
খুঁজছে আজো, এ শূন্যতা বিসর্জন যার?