অতি অহংকার নাশ আনে
আশে আঁধার মনের কূল
যদি ত্যাগ নাই স্বীয় মনে
সম্মুখে দেখি তোমার কাল।
অহংকার এক আবরণ
সব মহত্ত্ব আবৃত হয়
মানুষের মানবীয় গুণ
সব সর্বনাশ করে দেয়।
মানুষ জীব সৃষ্টির সেরা
সব প্রাণীর আলাদা হয়ে
আত্মকেন্দ্রিক থাকেনা তারা
মানবীয় মহা গুণ দিয়ে।
তাল বৃক্ষ অহংকার করে
ঢলে না সে খরা-বৃষ্টি-ঝড়ে!
গভীর ভূমি আঁকড়ে থাকে
দাঁড়িয়ে বিশাল মহাসুখে।
ছোট বট বৃক্ষ বৃদ্ধি পাশে
তাল গাছ অহংকারে হাসে।
বট বৃক্ষের বিশালতায়
তাল গাছ জীবন হারায়!