জীবনে অনেকবার আমি তোমায়
কষ্টের আগুনে পুড়তে দেখেছি
কখনো কাঁদতে দেখিনি
সীমাহীন যন্ত্রনা বুকে নিয়ে  
দিব্যি ভালো থাকার অভিনয়টা খুব কাছ
থেকে করতে দেখেছি
কখনো বুঝতে দাওনি
তোমার চারপাশের প্রিয় মানুষগুলো
তোমায় আঘাতে আঘাতে
ক্ষত বিক্ষত করেছে বার বার
কেও তোমায় বোঝেনি কখনো
ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছে অনেকবার
বুঝাবার চেষ্টা করে ব্যার্থ  হয়ে
দুমড়ে মুচড়ে গেছ কতবার
কিন্তু কখনো ভেঙ্গে পড়নি
শুধু সিগারেটকে  সঙ্গী করে নির্ঘুম রাত কাটাতে দেখেছি বহুবার
কখনো ক্লান্ত হতে দেখিনি
বেদনার নীল আকাশটা তোমায় ঘিরে
ফেলেছে  অনেকবার
কখনো ছুঁতে পারেনি
তুমি সবসময় ছিলে  হাস্যোজ্বল
হাজার দুঃখ যন্ত্রণা তোমার হাসিটাকে এতোটুকু ম্লান করতে পারেনি
তুমি একদিন আমায় বলেছিলে যেখানেই থাকো আমার মৃত্যুর পর
তুমি আমার কবরে এক মুঠো মাটি দিবে
কিন্তু বিধাতার কি খেলা !
আমার আগেই তিঁনি তোমার ঘণ্টাটা বাজিয়ে  দিয়েছেন
আমার কবরে মাটি দেওয়া হলনা তোমার
আমারও ইচ্ছে ছিল তোমার মৃত্যুর পর
তোমার নিথর দেহটা একবার ছুঁয়ে দেখবো
কি করে এত দুঃখ যন্ত্রণা বুকে নিয়ে
বেঁচে থাকতে তুমি ।
ছুঁয়ে দেখা হলোনা আমারও  
নিরেব,নি:শব্দে চলে গেলে তুমি
জানতেও পারিনি দেখতেও পারিনি ।
বেঁচে থাকতে যাকে কোন দুঃখ কষ্ট পোড়াতে পারেনি ,
চিতার আগুন কিভাবে তাকে পুড়ে ছাই করে দিয়েছে ,
দেখা হল না কিছুই আমার
ওপারে তুমি ভালো থেকো।।