নিরিবিলি বসে আছি আপন মনে আমি।
মনের মাঝে ভেসে উঠে ছেলেবেলার স্মৃতি।
ভোর সকালে নিদ্রা ভেঙ্গে পড়তে যেতাম স্কুলে।
পড়া শেষে বাড়ি ফিরে খেলতে যেতাম মাঠে।
বন্ধু ছিল অনেক তখন ছিল অনেক খুশি।
সাদা মাটা জীবন ছিল মন মাতানো হাসি।
আজ হয়েছে ব্যাস্ত জীবন সময় নেইতো কারো।
পাশে থাকার কিংবা বলার ‘অনেক হল’ ছাড়ো।
জীবন হল একঘেয়েমি যাচ্ছে যাবে তাই।
ছেলেবেলার স্মৃতিটুকু ফিরে পেতে চাই!