বাবার ভালবাসা - চুপিসারে,
রাগ আর শাসনের আড়ালে
থাকে লুকিয়ে।
প্রিয় যত খাবার রেঁধে
মায়ের মত করে,
বাবা! দেয়না মুখে তুলে,
তবে সে খাবার জোগাড়েতে
খেটে চলে আর একটু বেশি,
গোপনে চুপিসারে।
রাত করে ফিরলে বাসায়
মায়ের মত করে,
বাবা! অপেক্ষায় থাকেনা জেগে
তবে ঘুমের ভানে কথা মোর ভাবে
গোপনে চুপিসারে।
পকেট থেকে করলে চুরি টাকা
ভীষন বকে বাবা,
তবে সেই পকেটে ইচ্ছে করে
রাখেন টাকা সদা।
মায়ের মত করে,
বাবা!বলেনি কখনো আমায়,
হীরের টুকরো ছেলে আমার;
তবে গোপনে চুপিসারে
বাবা!না বলা এ কথা
লুকায় মনে খুব যতনে।