নিজের স্বরূপ নিজে খুঁজি
পাইনা খুঁজে আর,
হারিয়েছি স্বরূপ নিজের
মোহের দরগায়।
যেথায় মোর স্বরূপেরে,
লুকাইছে যতনে- মোহরাজে।
অধম আমি কি করে
হারাই তারে এই খেলায়!
তাইতো সপি নিজেরে তারে
মোহরাজ যার বশে,
তার অহেতুকী কৃপা হলে
মিলে যে স্বরূপ
দুই নয়ন জুড়ে,
ঘোষ বলে ,সেই শ্রী-চরণে
মন যেন মোর থাকে পরে,
শুধুই প্রেমের রসনায়।