'সাত রাজার ধন'- মানিক আমার
আরেক মুঠো নেনা মুখে ভাত,
এটুকু খেলে কেমনে রে তুই
বড় হবি মোর বাপ!
প্রতি মুঠো মুঠো ভাতে
মায়ের মমতা মিশে,
লেখা হয়েছিল যে গল্প
বড় হয়ে বাবু গিয়েছে ভুলে
গল্পের ছিল -মমতার যত শব্দ!
যে বাঁধনে মা রেখেছিল বেঁধে
মানিকরে তার হৃদয় মধ্যখানে,
কেমন করে সে বাঁধন টুটিল
বুঝ আসেনা -অবুঝ মাতৃমনে।
ভাবে মা, হয়তো জগতের নিয়ম!
দোষ নাই তাতে মোর বাবুর;
তবে কখনো,বাবুর বাবুও যদি
হৃদয়ের বাঁধন ছেদি
চলে যায় একা রেখে তারে!
এ যতনা কেমন করে সইবে,
মোর হীরে মানিক ছেলে।
তাইতো পরম তোমার কাছে
আজ দুঃখিনী মায়ের আর্জি,
মোর হৃদয় মানিক কভু যাতে
না পায় জগতের এই শাস্তি।