ভালোবাসার যত রং
সবই দিয়েছ আমায়,
তবে মুখে কভু হয়নি বলা
ভালোবাসি তোমায়!
মুখের ভাষা নাহি শুনিলে
শুনো মনের ভাষা,
তোমার দেয়া সকল রঙে
ভালোবাসার রংধনু হয়ে,
আজ হৃদয় জুড়ে আঁকা।
মুখের ভাষায় যদি শুধু
হতো-ভালোবাসার প্রকাশ,
তবে বোবাই কেমনে জানাইতো
তার ভালোবাসার আভাস!
তাইতো মনের ভাষায় বুঝাই
শুধুই মনের ভাষায় কই,
ভালোবেসে আমায় তুমি
বেঁধে রেখো, জনম-জনম সই।