স্বপ্নেতে করে বিচরণ
অচিন এক নারী,
নামধাম কিছু তার
নাহি আমি জানি!
লাল শাড়ি গায়ে তার
ঘোমটাতে লুকানো মুখ,
দূর থেকে যায় দেখা
কাছে গেলে দেয় ছুট্।
কয় না কথা শুধুই হাসে
হাসি বড় অদ্ভুত,
মনে হয় চিনি তারে
তবুও অচিন সে মুখ!
কে তুমি নারী
কেন এত লুকোচুরি,
মায়াতে রেখেছো ঘিরে
তুমি কি মায়াবিনী?