অসুরটারে মা করলি কৃপা
ঠাঁই দিলি তোর চরণে,
আমায় তবে কেনরে মা
রাখলিরে তুই দূরে সরিয়ে?
জগৎ জুড়ে তোরই মায়া
মন তাতে মা আত্মহারা,
মনরে আনি তোর কাছে
সাধ্য কি সেই আমার আছে?
তাই তো মা বলি তরে
কত জনম ঘোরাবি মোরে?
মায়ার বেড়ি দেনা ছিঁড়ে
তোর মা ওই খড়্গাঘাতে,
যাতে আমি মা মা করে
মজে থাকি জীবন ভরে!
অন্তিমে তোর শ্রীপদতলে
ঠাঁই পাই যেনরে মা,
তোর অহেতুকী কৃপার গুনে।