হয়ে শব;রইল পড়ে
মহাকাল যার পদতলে,
কালী বলে ডাকি তারে।
সে কালী যার হৃদ-মন্দিরে
কালের হিসেব তাঁর তো ঘোচে।
ত্রিতাপ ক্লেশ হয় যে শেষ
ভজিলে সেই দেবীবেশ।
অষ্টপাশের বাঁধন যত
হয় তার সবই সাঙ্গ।
থেকে তখন মায়ের সংসারে
পরমানন্দে সদা ভাসে,
কালী তত্ত্বে বিভর হয়ে!
মনরে তাই বুঝাই আমি
অহর্নিশি জপ কালী কালী,
সেই কালীতে হলে চিত্ত নিবেশ
যা দেখিবি সব কালীবেশ।
কেটে অজ্ঞানতার কালো রেশ
কালী চরণে তর হবে প্রবেশ!