হাসির যাদুকর হয়ে
তোমার শহরে
আসতে আমি চাই,
শুনেছি ওই শহরের
লোকেদের মুখে
হাসি নাকি নাই!
না হাসে যদি লোকে
দুঃখ পোষে হৃদয় জুড়ে,
হাসাবো আমি যাদুর বলে
হাসির মন্ত্র জানা আছে
বলছি তোমায় তাই।
হাসির রাজার দোহাই দিয়ে
মন্ত্র যখন পড়বো ধরে,
থাকবে যারা গোমরা মুখে
খিল-খিলিয়ে হাসবে সবে!
ওই হাসির মধুর শব্দ গুণে
ফিরবে প্রাণ তোমার শহরে।
আমি তখন গিয়ে কাছে
হাসিমাখা তোমার মুখটা দেখে,
বিদায় নিব হাসি মুখে
তোমার প্রিয় এ শহর থেকে!