অদ্ভুত এক হাসি হেসে
মন করেছো জয়,
শত দোষ থাকার পর ও
দোষ যে তোমার নয়।
সে হাসির ঝলকে সেদিন
রুখে ছিল সময়,
ঘূর্ননটা বন্ধ রেখে
পৃথিবীটা পেয়ে ছিল ভয়।
হয়ত সেদিন!
হত প্রলয়,
যদি হাসতে তুমি
আর একবার সে হাসি,
হলেও প্রলয়,
দোষ যে তোমার
দিতাম না আমি।