গল্পটা একই থাকে
শুধু চরিত্রগুলো পাল্টায়,
সময়ের প্রবাহে।
গল্পের ঐ নিষ্পাপ ছেলে
নিষ্পাপ নেই আর,
পাপের জীবন নিয়েছে বেঁছে
বড় হওয়ার তাড়নায় ।
হাদাভোঁদা ছেলেটাও দেখি
ছলছাতুরি নিয়েছে শিখি।
ঐদিকে বজ্জাত ছেলেটা
বজ্জাতি দিয়ে ছেড়ে,
সাধু বেশে আছে সুখে।
হীনমন্যতাই ভোগা ছেলেটা
আত্মবিশ্বাসে আছে বেঁচে।
পরিবারের অকর্মা ছেলেটা
আলো ফুটাই পরিবারে।
গল্পটা একই থাকে
শুধু চরিত্রগুলো পাল্টায়,
সময়ের প্রবাহে।