যৌবনের প্রথম বসন্তে
লাল গোলাপ হাতে,
এসেছিল একজন
ভালোবাসার গল্প শোনাতে।
একে একে তার গল্প
নিয়েছে কেড়ে চিত্ত,
তাই বসন্তের শেষে
ইচ্ছে জাগে আমারও
গল্প শোনাতে তারে।
বলে ছিল সে,
'এখন নয় পরের বসন্তে
শোনবো সকল গল্প
কথা দিলাম তোমারে।'
পরের বসন্ত আসেনি এখনো
হয়নি শোনানো গল্প,
যত্নে রাখা গল্প গুলো
চিত্তেতে হয়েছে আবদ্ধ!
কত বসন্ত হয়েছে গত
লোকেরা বলে অবিরত,
তবে আসিবে যেদিন সে
শুনিতে ভালোবাসার গল্প
সেদিনই হবে দ্বিতীয় বসন্ত।