যে প্রেমেতে অন্ধ হয়ে
বিবেক তলে রসাতলে,
সে প্রেমেতে সুখের রূপে
দুঃখ থাকে দাঁড় হয়ে।
যে প্রেমেতে পড়িয়া তুমি
ভাবো তুমি নিজেই সুখী,
সে প্রেমেতে পাই যে খুঁজে
শুধু মোহ মায়ার ছবি।
যে প্রেমেতে মজিয়া ভীষন
রক্তের বাঁধন করিলে ছেদন,
সে প্রেমেরই নতুন সুর
টিকবে তা কতক্ষন?
যে প্রেমেতে তোমার সাথে
খুশি থাকে সবাই হেসে,
বলে ঘোষে- ডুবো তুমি
সেই প্রেমেতে নির্ভয়ে।