ছুটে চলা-হন্য হয়ে
কখনো বিদ্যা,কখনো অর্থ
কিংবা যশের পিছনে।
ছুটতে ছুটতে ছুটার শক্তিটা
একটা সময় হারায় দেহটা।
এই যে জীবন ভর ছুটে চলা
উদ্দেশ্য কেবল সুখটা ধরা।
কালো ফিতা চুখে বেধে
লোকচুরির খেলায়,
অন্যের  দিকে ছুটে চলা
আর জীবনে সুখের দিকে
ছুটে চলা- একই ধারা।
চুখ থেকে সরালে কালো ফিতা
অন্যকে  সহজে যায় ধরা।
জীবনে অতৃপ্তের কালো ফিতা
সরালেই,সুখ পড়ে ধরা।