সত্যি আজ জীবনানন্দের "অদ্ভুত আঁধার এক এসেছে",
প্রতিবাদের ভাষা নেই,মানুষের প্রাণে।
জনতার আদালতে বিচার আজ অন্যায়।
কেবল ধ্বংসকারী,ধর্ষণকারী'র জয় সুনিশ্চিত।
সমাজ ভরে গেছে অন্যায়-অবিচারে,
ধ্বংসের মুখোমুখি আমরা।
ক্রমশই বেড়ে চলেছে--
চোর,ডাকাত,মস্তান,মুখোশধারী কিছু জানোয়ারের দল।
ফ্যাশনের সামগ্রী,জনতার ভোটাধিকার।
ব্যালটের ভোট আজ অপ্রকাশিত,
নির্বাচনের আগেই নির্বাচিত;
কে বা কারা জয়ী তা তো আগে থেকেই ঠিক।