"নবীন কিশোর তোমায় দিলাম",
সুনীল গঙ্গোপাধ্যায়
ক্ষত-বিক্ষত সহস্র প্রাণ,হাজারও মায়ের অশ্রু-কান্না।
আমার চেতনা জুড়ে যারা বারবার ফিরে আসে,
একটি বোনের দশটি দাদা।
মাতৃভাষার সেই সব শহীদ বীরেরা।
সত্যি কি তাদের যোগ্য সমাধি রচনা করা গেছে,
কোনো দেশে,কোনো কালে?
সত্যিই কি তাদের মহান বলিদান গুলো যোগ্য মর্যাদা পেয়েছে ইতিহাসের কৃপণ স্থান যাপনে? ক'জন-কে চিনেছে ভাবীকাল?
যাদের চিনল তারা,তারও অধিক হারিয়ে গেছে জনতার আড়ালে,মৃতদেহের সারিতে।
ভাষা মায়ের পক্ষ নিয়ে যে অবুঝ সন্তানেরা ঝাঁপিয়ে পড়েছিল,
তাদের যোগ্য সমাধি কোথায়? কোথায় হতে পারে? তাঁর সমাধি বয়ে বেড়ায় আমার-তোমার উত্তর প্রজন্মে,
আমাদের রক্তে,আমাদের হৃদয়ে।