স্মৃতিগুলো ভেসে ওঠে___

১)  মিনতি

অনেক করেছি মিনতি,মিনতি তোমায়--
ভালোবাসী বলে।

আজও আছি তোমার উত্তর পাবো এই প্রত্যাশায় ।

তোমার আগমনের বার্তাতেই ছুটে চলেছি,

শত লোকের ভিড়ে,তোমায় পেয়েও;
মনেপড়ে অতীতের উত্তর হীন একটা প্রশ্ন !

মহাকবি মাইকেলের তিন  ব্যর্থ আশায়,
ভবিষ্যৎ গড়তে চলেছি প্রতিনিয়ত।

যৌবনের মূলমন্ত্র আজ ব্যর্থ, তোমার ছবি একে কল্পনায়।

তবুও ভালোবাসী । করি মিনতি তোমায়।


২)তোমার হাসি-----------

প্রিয়ে আজ মরিচ নেওয়ার দিন নয়,
হৃদয় দিয়ে যাওয়ার সময়।

আমাকে বার বার তাড়না করে,
তোমার সেই হাসি মুখ;
শনবিলের সহস্র ঢেউ,
যার জন্ম তোমার বৈঠা চালানো থেকে।

চেয়ে আছি পথ পানে,
কখন আসবে আবার ঐ হাসি মুখটা দেখাতে।