সদ্য প্রস্ফুটিত ফুলেও কিশোরীর গন্ধ,
কচি কচি মঞ্জুরি জন্মেছে রক্ত জবায়।
ভ্রমরের এক ফোঁটা মধুয় হবে কারাবাস,
বিল পাবেনা ২৫শ প্রহরেও।
তোমার রূপ ঢলে পড়ে,
সাহারা মরুভূমির এক পর্ণকুটিরে,
জমা হয় প্রতিদিন শতাধিক গোলাপ।
দর্শক হয়েই থেকে গেল,
খেলতে পারেনি কেউ।
বারো ঘর এক উঠোন।...
বি:দ্র:
কিছুদিন আগে আমার একটি কবিতা ব্যান করে দেওয়া হয়েছিল এই সাইট থেকে। যদিও কবিতাটি ছিল বাস্তবধর্মী।
কিন্তু আজকের এই কবিতার নাম দেখে অনেকেই অনেক মন্তব্য করতে পারেন এছাড়াও এই সাইট পরিচালক মন্ডলী যে সিদ্ধান্ত নেবে তাই আমি মেনে নিতে বাধ্য।
তাই আমি শুরুতেই বলে দিচ্ছি আজ কালকে আমাদের সমাজে একেবারে বলতে গেলে নবজাতক শিশুরা ও যেভাবে ধর্ষণ হচ্ছে তার ওপর ভিত্তি করে লেখা।