ভাঙা হৃদয়ে একটা শব্দ পথ চলতে,
বুকের মাঝে ঝাপটা হাওয়ার মতো লাগল।
স্মৃতির পাতা থেকে মুছে দিয়েছিলাম তোমার নাম।
ভুলে গেছিলাম,অভিসার,মাথুর,ক্রমে সব স্মৃতি।
আজ হৃদয়ে আবার নতুন করে জায়গা নিল,
রাঙা সিঁথিতে সিঁদুরের মুখচ্ছবি।...
তোমায় বধূ বেশিনী দেখে,
ঠোঁটের ফাঁকে এক চিলতে হাসি হেসে
পথ চলতেই-প্রশ্ন করলে কেমন আছো?
কথা না বলা পাথরের মূর্তির মত পথ চলেছিলাম।আজ,অনেক দিন পর।...
সজল দাস