ব্যর্থ ভালোবাসায়,অভিশপ্ত জীবনে
বুক ভরা কান্না নিয়ে এই তো বেশ ছিলাম।
ব্যর্থতার কান্নায়,মুখে মৃদু হাসি।
তোমায় প্রথম দেখা--
সামনে দাঁড়িয়ে মাথা নীচু হয়ে থাকা,
কাঁপা কাঁপা স্বরে উত্তর করা,
আলতো হাসি ঠোঁটের ফাঁকে বেরিয়ে আসা।
আজ কেবলই সেই সাম্রাজ্যবাদের প্রতীক।...
আজ আর নেই,সব যেন স্মৃতি,
হয়তো চিলের কান্নায় মিশে যাবে তাও একদিন।
কেন এসেছিলে প্রিয়,কী অপরাধ ছিল আমার?
এমন ভাবে আজ বাঁচতে হয়,অপরাধীর মতো।