পুণ্যতীর্থ ভারত ভূমে
জন্মিল বীর সন্তান,
অদম্য 'ন মো', নমিঃ তোমায় অরিন্দম।

বরাক ভূমে ফুটিল আজ
দলে দলে শতদল,
বঙ্গের মাটিতে উদিল নীলোৎপল।
পেয়েছে যোগ্য 'সন্তান-বীর' ভারত ভূমি।

হুতাশে মরিছে কেবল বিভীষণেরা--
চায়না স্বাদেশিকতা,যারা দেশদ্রোহী,
অপচিকীর্ষা--
তোমরাই কৃতঘ্ন,নশ্বর।

ধন্য তুমি ভারত ভূমি
জন্মালে অদৃষ্টপূর্ব সন্তান,
অদম্য 'ন মো' নমিঃ তোমায়।

১৯ তার প্রমাণ দিয়েছে,
দেশদ্রোহী চায় না দেশ,
দেশভক্ত -দেশভক্তি চায়।--
চায় 'স্বাদেশিকতা'।