মুক্ত পত্রে গিয়েছিলাম,
নষ্ট শসা'র কাছে;
দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ,
ডাকবে আমায় বলে।
ষান্মাসিকেও পাইনি তার,
চেতনার প্রতিক্রিয়া;
উপায়টা কী করব এবার,
হলাম দিশেহারা।
ফিরে এলাম নিজ ভবনে,
ছায়া পাবো বলে;
পাশাপাশি দুটি গাছ,
উঠল সবে মেতে।
অর্জুন গাছের গা-গেসিয়ে,
বরুন গাছটি ছিল;
কেবা জানে কোন গাছটি,
ছায়া আমায় দিল।
জানিনা এবার ভালো মানুষ,
কোথায় পাবো তারে;
সুমন তো হারিয়ে গেছে,
'মুক্ত ধারা'র মাঝে।
প্রথম প্রকাশিত হয় ২০১৭ তে
আসাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগীয়
দেওয়াল পত্রিকা 'মনীষা'তে।।