একটি জ্যান্ত মৃত মানুষের আর্তনাদ শোনা যায়,
ওই গ্রামের সীমানায়,প্রায় তিন বছর থেকে।
আজ ওই লাশে পচন ধরেছে,
শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ গুলো গলে গেছে।
বৃষ্টির পাহাড় চেরাপুঞ্জি আজ রুক্ষ মরুভূমি
তোমার অবহেলায়,
মাথার ওপর দুপুরের রোদ্দুরে রাশি রাশি মেঘমালা।
বৃষ্টি, আজ তোমাকে ধার দিলাম চেরাপুঞ্জির কাছে,
একটু রোদ্দুর যেন আসে,এই জ্যান্ত মৃত লাশে।