কি অপূর্ব তুমি,
তোমার মায়া ভরা চোখের পলকে
ভেসে উঠে অগণিত সমুদ্রের ঢেউ।

কি দারুণ তুমি,
ঠোঁটে লিপস্টিক নেই,নাকের উপর কোনো চিহ্ন নেই দিগন্ত জুড়ে রয়েছে মরুভূমি।

নাক ফুলটি থাকলে যেন মনে
হতো আগ্নেয়গিরির জ্বালামুখ,
রাতের আকাশে সহস্র তারার ভিড়ে একটি চাঁদ।

কি সুমধুর উচ্চ কণ্ঠ তোমার,বাতাসে ভেসে বেড়ায়।
লজ্জিত কোকিল আজ নিশ্চুপ।

কি সুন্দর তোমার মুখের হাসি,
যেন ফুটে আছে বাগানে সহস্র গোলাপ।

কি উজ্জ্বল কালো চুলের বাহার,তোমার লম্বা চুলের সুগন্ধ, মৃদু হাসিতে আকর্ষিত অগণিত দর্শক।

হাতের আংটিগুলো মনে হয় ব্রহ্মাণ্ডের মাঝে নক্ষত্রমালা।

কি অপরূপ তোমার ডান গালের তিল,
যেন মনে হয় পূর্ণিমা শশী।

উনত্রিশটি বছরে অনেক মানবী দেখেছি
তবে পারফেক্ট তিল তোমার মাঝেই পেয়েছি!