মানব জীবনে চাইনি প্রেম আর ভোগ,
চাই কেবল ত্যাগ।
এবার শেখো বাস্তবতার মুখোমুখি
দাঁড়িয়ে প্রতিবাদ।
ভোগ বিলাসে মত্ত নয়
খুঁজে ফিরি মুক্তির বার্তা,
মুছে যাক চিত্তের অবিচল ভাব
হনন করো আজ আধিপত্যের কড়া !
অপ্রয়োজনীয় মনে হয় তোমা' প্রেম--
জানাই ছুটির আবেদন,
প্রিয়ার প্রেম যেন নয় প্রেম
আড়ালে প্রতিশোধের বার্তা।
চাইনি আর প্রেম জীবন-
চাই কেবল প্রতিবাদকারী
এক মহা মানব জীবন।।
রচনা ২৩/০২/২০১৯