নিস্তব্ধ রাত,
মনে পড়ে তোমায়।
হে কল্পনা
আর কতকাল থাকবো প্রতীক্ষায়?
পৃথিবীর সব সুখ পেয়েগেছিলাম,
যখন তোমায় দেখেছিলাম প্রভাতে' প্রভায়;
শীতের কুয়াশায় দাঁড়িয়ে আছ তুমি।
নাজানি কার প্রতীক্ষায়--
জীবনের সব স্মৃতি,
আজ হ-য-ব-র-ল--
"হৃদয়ের মরুভূমিতে,জল ছবি থেকে যায়"।
চেতনার প্রবাহ বইছে মম অন্তর,
খুঁজে বেড়ায়--
যৌবনের প্রতি মুহূর্ত
কুমারী কিংবা নববধূর
শাড়ির আঁচলে...
কোথায় কল্পনা কোথায়?